ঢাকা, রবিবার, ১৯ মে, ২০২৪

কৃষিবিদ মোঃ আনছার উদ্দিনকে মারধর এর ঘটনায় পটুয়াখালী ইউপি চেয়ারম্যান গ্রেফতার

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ আনছার উদ্দিনকে সরকারী দায়িত্ব পালনকালে প্রকাশ্য জনসম্মুখে মারধর ঘটনা মামলায় কনকদিয়া ইনিয়নের চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।

বাউফল থানার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান জানান, গোপনসূত্রে খবর পেয়ে বগা পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই মহিবউল্লাহ এর নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার আনুমানিক ভোর সাড়ে ৪টার সময় বরিশাল লঞ্চঘাট থেকে কনকদিয়া ইনিয়নের চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। আটক ইউপি চেয়ারম্যানকে  কোর্টে প্রেরন করা হয়েছে বলে জানান বাউফল থানার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান।

উল্লেখ, গত ২৯ অক্টোবর বাউফল উপজেলার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আনছার উদ্দিন সরকারী দায়িত্ব পালনে কনকদিয়া  বাজারের 'বানী ফার্মেসীর' সামনের রাস্তা দিয়ে যাওয়ার পথে কনকদিয়া ইনিয়নের চেয়ারম্যান শাহিন হাওলাদারের সাথে দেখা হলে তাকে সালাম জানায় কৃষি কর্মকর্তা আনছার উদ্দিন। এ সময় চেয়ারম্যান শাহিন বাউফল উপজেলা কৃষি কর্মকর্তাকে গালিগালাস করে। গালিগালাস করেন কেন বলার সাথে সাথে তাকে (আনছার উদ্দিনকে)  প্রকাশ্য দিবালোকে বেধম মারধর করে ফুলা জখম করে চেয়ারম্যান শাহিন হাওলাদার। 

এ ঘটনায় বাউফল উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে ঘটনার পরেরদিন ৩০ অক্টোবর বাউফল থানায়  ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদারকে আসামী করে একটি মামলা করা হয়। মামলা নং ২৬। 

আসামী ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদারকে দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য ০২ নভেম্বর সকাল ১০টায় জেলা প্রশাসক ও বেলা ১১টায় পুলিশ সুপারের কাছে পৃথক পৃথক স্মারক লিপি প্রদান করেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটুউশন বাংলাদেশ পটুয়াখালী জেলা কমিটির নেতৃবৃন্দ। 


ads

Our Facebook Page